আপনি কি জানেন আপনি কি খাচ্ছেন ?
মিডিয়া আপনাকে কখনো জানায় নি?
Nestle কোম্পানি স্বীকার করে নিয়েছে তারা তাদের চকলেট এ গরুর মাংসের একটা অংশ ব্যবহার করে৷ প্রক্রিয়াজাত করা মাংস দীর্ঘদিন সংরক্ষন ব্যাতীত এভাবে খেলে ক্যান্সারের ঝুকি থাকে৷
_______________ _______
মিডিয়া আপনাকে কখনো জানায় নি?
একটি মামলায় Chennai high court এ Fair and Lovely স্বীকার করে নিয়েছিলল যে, তারা শুকরের মাংসে প্রাপ্ত তেল তারা এটি তৈরীতে ব্যবহার করে।
_______________ _____
মিডিয়া আমাদের কখনো জানায় না যে, বিশ্বের অনেক দেশে Vicks নিষিদ্ধ। একে বিষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে! আর আমাদের দেশে আমরা এর ব্যবহার করেই যাচ্ছি বিজ্ঞাপন তো চলছেই।
_______________ ______
মিডিয়া কখনো বলে না যে লাইফবয় কোন সাধারণ সাবান না বা এন্টিস্যাপ্টিক তো না ই, বরং এটা মানুষের ব্যবহারেরই না ! এটা হল
Cabolic soap যা পশুদের জন্য ব্যবহার হয়।
Europe লাইফবয় কে ব্যবহার করে তাদের কুকুরের জন্য। আর আমাদের দেশে লাখো মানুষ এর ব্যবহার করে!!!
_______________ _______
মিডিয়া আমাদের জানায় নি! ???
যে Coke, Pepsi আসলে Toilet cleaner ! প্রমাণিত যে এগুলো বহন করে 21 ধরনের স্লো পয়জনিং উপাদান যার বিক্রি ইন্ডিয়ান পার্লামেন্টের ক্যান্টিনে নিষিদ্ধ। কিন্তু সারাদেশ ব্যাপীই এর বিক্রি চলে৷
_______________ _____
কখনো বলেনি?
বিদেশী কোম্পানিরা যারা বিক্রি করছে Boost
Complan, Horlics, Maltova, Protin-ex., পরীক্ষিত হয়েছিল Delhi এর All India Institute এ (যেটা ইন্ডিয়ার সবথেকে বড় ল্যাবরেটরি ),জানা গেছে যে, এটি তৈরি করা হয় চীনাবাদাম এর থেকে বাতিল করে দেওয়া তেল থেকে! যেগুলো পশুদের খাদ্য ! এই বর্জ্য থেকে তারা হেলথ টনিক তৈরী করে !!
_______________ _______
মিডিয়া বলেনি ??????
Amitabh Bachhan ১০ ঘণ্টা যাবত অপারেশন এর ছুরির নিচে ছিলেন। ডাক্তাররা তার বৃহদান্ত্র ফেলে দিয়েছিল, আর বলেছিল এটা পচে গেছে পেপ্সি কোকাকোলা টাইপের সফট ড্রিংকসের অতিরিক্ত ব্যবহারের ফলে। এরপরেই তিনি এসবের বিজ্ঞাপন বন্ধ করে দেন।
_______________ _______
ওইসব বিজ্ঞাপন দাতাদের খুবই বিশ্বস্ত হচ্ছে এই মিডিয়া। অসংখ্য মানুষ আজকাল পিজ্জা খায়।
তাদের দিকে তাকাই "Pizza Hut, Dominos, KFC, McDonalds. এরা সব অামেরিকান কোম্পানী৷ তারা পিজ্জা স্বাদের করতে যে ফ্লেভার দেয় তা শুয়োরের মাংশ থেকে বানানো হয়৷
বহুজাতিক কোম্পানীর সকল চিপস, চকোলেটে নিচের কোডগুলো থাকে যার উপাদান অাপনারা গুগলে সার্চ দিলে জানতে পারবেন এসবের সত্যতা৷
E 322 - Beef
E 422 - Alcohol
E 442 - Alcohol & Chemical
E 471 - Beef & Alcohol
E 476 - Alcohol
E 481 - mixture of Beef and Pork
E 627 - Dangerous Chemical
E 472 - mixture of Beef, meat & Pork
E 631 - Oil extracted from Pig
Ref: Google
দীর্ঘমেয়াদী স্লো পয়জনিং খেয়ে ক্যান্সার ও মারাত্বক সব দুরারোগ্য ব্যাধিতে অাক্রান্ত হয়ে শেষ না হতে, নিজেকে ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে, অাজই সচেতন হোন৷
নিজে বাঁচুন, অন্যকে বাঁচান৷
*********************************************
অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করুন৷
No comments:
Post a Comment